মাধবপুরে বঙ্গবন্ধুর শততম জন্মদিনে মুজিববর্ষ উদযাপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৭ ২০২০, ১৫:৪৭

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শেখ মুজিবর রহমানের শততম জন্মদিনে মুজিববর্ষ পালন করা হয়েছে।

আজ ১৭ মার্চ, মঙ্গলবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন থেকেই শুরু হচ্ছে বহু আলোচিত মুজিববর্ষ। আজ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে।

মঙ্গলবার ১৭ মার্চ মাধবপুর উপজেলা প্রশাসন নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮:৩০ মিনিটে মাধবপুরের সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়।পর্যায়ক্রমে, মাধবপুর উপজেলা প্রশাসন, মাধবপুর থানা প্রশাসন, মাধবপুর পৌরসভা, মাধবপুর আওয়ামীলীগ সহ সকল সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণীর মানুষ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মুজিববর্ষ উপলক্ষে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান বলেন, সারা পৃথিবীতে করোনা ভাইরাস আক্রান্তর জন্য বাংলাদেশে মুজিব শতবার্ষিকী স্বল্প আকারে আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনুসারে আমরা সীমিত আকারে অনুষ্ঠান সাজিয়েছি, তিনি আরও বলেন, মুজিব বর্ষ উপলক্ষে স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, কুইজ অনুষ্ঠিত হয়েছে এবং উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জায় শেখ মুজিবর রহমানের আত্তার মাগফেরাতের জন্য প্রার্থনা ও দোয়া করা হবে।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান, উপজেলা সহকারী ভূমি (কমিশনার) আয়েশা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ্ মোঃ মুসলিম, সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, মাধবপুর থানা ওসি ইকবাল হোসেন, তদন্ত দস্তগীর আহমেদ, উপজেলা স্বাস্হ্য পঃপঃ অফিসার ইশতিয়াক মামুন, কৃষি অফিসার সাইফুল ইসলাম, প্রকৌশলী মোঃ জুলফিকার হক চৌধুরী, মাধবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক মিজানুর রহমান, আন্দিউড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সেলিম, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান পাঠান বাদশা , প্রমূখ।