মাধবপুরে ফার্মেসিতে নেই হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৮ ২০২০, ১৮:৫১
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা বাজারে ১০টি পাইকারি ফার্মেসিতে গিয়ে পাওয়া গেল না হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।
বিশ্বে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশে মাস্কের চাহিদা বাড়তে থাকে। এরইমধ্যে গত রোববার দেশে তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর এই চাহিদা বেড়েছে কয়েকগুণ। আর এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন সব ধরনের মাস্কের দাম।
বুধবার ১৮ মার্চ সকালে মাধবপুর পৌরসভা বাজারের বিভিন্ন ফার্মেসিতে ঘুরে দেখা গেছে, সরবরাহ কম থাকার অজুহাত দিয়ে দশ-বারো গুণ বেশি দামে মাস্ক বিক্রি করা হচ্ছে। মাধবপুর উপজেলা ভোক্তা অধিদপ্তর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং মাধবপুর পৌরসভার বাজার মনিটর কর্মকর্তাগণ ক্রেতাদের দাবি তাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি।
বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নম্বরে বারবার ফোন দিলেও তাদের সাড়া মেলেনি বলে অভিযোগ করেছেন সাধারণ নাগরিকরা।
অভিযানের ব্যাপারে তথ্য জানতে বুধবার দুপুরে মাধবপুর পৌরসভা কর্মচারি রনি বনিক, সনজিৎ কে ফোন নম্বরে কল করা হলে উনারা জানান এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এই বিষয়ে মাধবপুর বাজার ড্রাগ সমিতির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ফোন কলের মাধ্যমে জানান, মাধবপুর বাজার ফার্মেসি কোন ব্যবসায়ী যেন কোন অবস্থায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বেশি দাম না নেয় এই বিষয় সকল কে অবগত করা হয়েছে ও কেউ যদি বেশি দামে বিক্রি করেন তার বিরুদ্ধ ব্যবস্থা নিবেন উনারদের সমিতি এবং তিনি আরও বলেন মাধবপুর ড্রাগ সমিতি এই বিষয়ে সকলে ঐক্যবদ্ধ ভাবে দায়িত্ব পালন করেছেন।
দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সার্জিক্যাল, কাপড়ের ও ফিল্টার মাস্কের কয়েকগুণ বেড়েছে। বিক্রেতারা বলছেন, বাজারে মাস্কের সরবরাহ না থাকায় দাম বেড়েছে।
অন্যদিকে ক্রেতারা বলছেন, করোনা ভাইরাসকে পুঁজি করে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ৫ টাকার জিনিস মুহূর্তেই ৬০ টাকা হয়ে যায়। দেশে কোনো আইন নাই?
মাধবপুর বাজার এলাকার কোনো ফার্মেসিতে নেই হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর পরই ক্রেতাদের ভিড় পড়ে ফামের্সিগুলোতে। তারা জানিয়েছেন, যা ছিল সব বিক্রি হয়ে গেছে।
আর হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা এমনিতেই কম। তাই দোকানে বেশি রাখা হয় না। যা ছিল সব গতকালই শেষ।
মাধবপুর বাজারের আকবর ড্রাগ হাউজ ফার্মেসির বিক্রেতা সুমন আশ্চর্য জানান, সারা বছরে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা কম থাকে। কিন্তু হঠাৎ করে গত দুই, তিন দিনের মধ্যেই দোকানের সব হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হয়ে গেছে। বর্তমানে বাজারে হ্যান্ড স্যানিটাইজারের সঙ্কট। যাদের কাছে হ্যান্ডওয়াশ রয়েছে সেগুলোও বাড়তি দামে বিক্রি করছেন।
ক্রেতারা বলছেন, দেশের ক্লান্তিকালে ব্যবসায়ীরা কখনো জনগণের পক্ষে থাকে না আবারও প্রমাণিত হলো। আমরা পেঁয়াজ-রসুন কাণ্ড দেখেছি এবার মাস্ক নিয়েও একই কাণ্ড ঘটছে।