মাধবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় জরিমানা
একুশে জার্নাল
জুন ২১ ২০২০, ২০:৫০
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুরে উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ৫ টি দোকানকে ১১ হাজার পাঁচশত টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২১জুন) মাধবপুরে পৌর সদরের বাজারে বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার সিলেটপ্রেস কে বলেন, করোনা সংক্রমণ এড়াতে উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো ব্যবসায়ী দোকান খোলা রাখে এখন থেকে দোকান সিলগালা করা হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।