মাধবপুরে নতুন আরও ১ জনের করোনা জয়: মোট সুস্থ ১১৮
একুশে জার্নাল ডটকম
জুলাই ৩০ ২০২০, ১৮:০২

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নতুন আরও ১ জন করোনা আক্রান্ত রোগী সুস্হ্য হয়ে বাড়ি ফিরলেন।
বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনাভাইরাস মুক্ত হিসেবে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।করোনা আক্রান্ত সুস্হ্য হওয়া ব্যক্তি মোঃ গাজীউর রহমান আব্বাস বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের। এর সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএইচ এম ইশতিয়াক মামুন, ওই ব্যক্তির করোনা পজিটিভ আসার পর তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। আইসোলেশনে থাকা অবস্থায় পরপর দুইবার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে নেগেটিভ আসে।বৃহস্পতিবার ডা. এ,এইচ,এম ইশতিয়াক মামুন তাকে ছাড়পত্র প্রদান করেন।
উল্লেখ্য, সর্বশেষ মাধবপুর উপজেলায় এই পর্যন্ত (কোভিড ১৯) করোনা ভাইরাস নতুন পজিটিভ নাই মোট পজিটিভ – ১৪৯ জন, মোট নেগেটিভ – ৬৬০ জন, মোট ফলাফল প্রাপ্তি – ৮০৯ জন, ফলাফল পাওয়া যায়নি ২৪ জনের, নতুন সুস্হ্য – ০১ জন, মোট সুস্হ্য ১১৮ জন, মোট মৃত্যু ০১ জন,বর্তমানে হাসপাতাল আইসোলেশন- ০৫ জন বর্তমানে হোম আইসোলেশন – ২৫ জন,অদ্যবদি মোট স্যাম্পল কালেকশন – ৮৩৩।