মাধবপুরে ট্রেন লাইনচ্যুত সিলেটগামী সুরমা মেইল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১০ ২০২০, ১৮:০৬

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি (হবিগঞ্জ) আখাউড়া-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনের একটি বগি (৩৫৫৭ নাম্বার লাগেজ ভ্যান) লাইনচ্যুত হয়েছে।

উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করার পর ৬ ঘন্টা বিলম্বে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মনতলা রেল স্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানায়, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৫টার দিকে সিলেটগামী সুরমা মেইল ট্রেনটি মনতলা স্টেশনে প্রবেশের সময় একটি বগির (লাগেজ ভ্যান) চাকা লাইচ্যুত হয়ে পড়ে।

খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগিটি (লাগেজ ভ্যান) উদ্ধার করে।

কিন্তু উদ্ধারকৃত (লাগেজ ভ্যান) বগির চাকায় সমস্যা দেখা দেয়ায় অন্য বগিগুলো নিয়ে ১১টার দিকে সুরমা মেইল ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ ঘটনায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি, বিকল্প রেললাইন দিয়ে ট্রেন চলাচল করেছে বলে জানান তিনি।