মাধবপুরে টিসিবি’র পণ্য কিনতে ভিড়; দেখার কেউ নেই

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৭ ২০২০, ০১:৪৯

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। দেশে দিন দিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। হবিগঞ্জ জেলার মাধবপুরে সরকার নায্যমূল্যে পণ্য বিক্রি করার জন্য টিসিবি ডিলারের মাধ্যমে পণ্য বিক্রির নির্দেশ দিয়েছে। সে আলোকে মাধবপুর পৌর শহরে ডিলার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে। আজ শনিবার ১৬ মে দুপুর দিকে মাধবপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। একজনের গায়ের ওপর অন্য একজন। যেন দেখার কেউ নেই। আজ শনিবার ১৬ মে মাধবপুর উপজেলা এলাকায় লাইনে দাঁড়িয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় না রেখে টিসিবি’র পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের। করোনার প্রভাবে খরচ বাঁচাতে কমমূল্যে পণ্য কিনতে নারী-পুরুষরা পৃথক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেন। এ সময় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে। মাধবপুর উপজেলা এলাকায় হবিগঞ্জের টিসিবির ডিলার সুমন রায়ের মাধ্যমে টিসিবি’র পণ্য পাচ্ছে বলে জানা যায়। সুমন রায় জানান, ডিলারের মাধ্যমে টিসিবি’র পণ্য খোলাবাজারে যা পাওয়া যায়- ৮০ টাকা লিটারে সয়াবিন তেল, ৫০ টাকা দরে ডাল ও চিনি এবং ৫০ টাকা দরে পেঁয়াজ ২৫ টাকা ধরে বিক্রি করছে টিসিবি।