মাধবপুরে জাতীয় ভোটার দিবস পালিত
একুশে জার্নাল ডটকম
মার্চ ০২ ২০২০, ১৪:৫০
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
সোমবার(২মার্চ) জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলা মিলনায়তনে সচ্ছতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এবার দিবসটির প্রতিপাদ্য হল ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।
সকাল সাড়ে ১১টার দিকে দিবসটির উদ্বোধন করেন মাধবপুর উপজেলার নির্বাচন কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান।
মাধবপুর উপজেলার চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, ২ মার্চ জাতীয় ভোট দিবস বাংলাদেশ সরকার ২য় বারের মত জাতীয় ভোট দিবস পালিত করছে আরও বলেন যাদের বসয় ১৮ বছরের নিচে আছে উনারা যেন নতুন ভোটার হালনাগাদ সময়ে নিবন্ধন করেন।
এতে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান জনাব এস,এফ,এ,এম শাহজাহান, সহকারি ভূমি অফিসার আয়েশা আক্তার, নির্বাচন কমিশনার জনাব মনিরুজ্জামান, মাধবপুর থানা, অফিসার ইনচার্জ ইকবাল হোসেন কুল ইসলাম, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান প্রমূখ।
জানা যায়, এবার ৫৩ লাখ ৬৬ হাজার ১০৫ জনের তথ্য ইসির সার্ভার যোগ হবে। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ৩৫৩ জন।
বর্তমানে ইসির সার্ভারে ১০ কোটি ৪২ লাখের মতো নাগরিকের তথ্য আছে।
উল্লেখ্য, গতবছর মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় মার্চ মাসের ১ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছিল। এ বছর তারিখটি পরিবর্তন করা হয়েছে।