মাধবপুরে ১ নারীকে পিটিয়ে আহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২০ ২০২০, ২৩:৩২

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘড় গ্রামে শুক্রবার বিকেলে গরু সিম গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় অনুফা বেগম (৪০)নামে এক নারী গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত অনুফা জানান, শুক্রবার সন্ধ্যায় তার একটি গরু প্রতিবেশী বিল্লাল মিয়ার একটি সিম গাছ খেয়ে ফেলে। এ নিয়ে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লালের নেত্বত্বে কয়েকজন তার বাড়ি থেকে এসে আক্রমণ করে পিটিয়ে আহত করে ও ঘর ভাংচুর করে। এসময় অনুফার পরিরারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। ধর্মঘর গ্রামের কামাল মিয়ার স্রী অনুফা গুরুতর আহত অবস্থায় মাধবপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।