মাধবপুরে করোনা প্রতিরোধে সায়হাম গ্রুপের মাস্ক বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০২০, ১৪:০৮

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে দেশে মাস্কের অগ্নিমূল্য ঠেকাতে হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের সৌজন্যে ১৭ হাজার মাস্ক উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর বিনামূল্যে বিতরণ কর্মসূচি শুরু করেছে।

রবিবার ২৯ মার্চ সকাল ১১:৫৫ মিনিটে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ১০ হাজার মাস্ক মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান ও মাধবপুর থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন কাছে ২ হাজার এবং সার্কেল এস,পি কাছে ৫ হাজার মাস্ক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, সায়হাম গ্রুপের নীট এন্ড কম্পজিট জি,এম রেজা আহমেদ, প্রধান এডমিন অফিসার মাসুদ, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক শেখ জাহান রনি, প্রমূখ।

সায়হাম গ্রুপের নীট এন্ড কম্পজিটের জি,এম রেজা আহমেদ জানান, সায়হাম গ্রুপের সৌজন্যে মাধবপুর উপজেলা প্রশাসনের কাছে ১০ হাজার মাস্ক, মাধবপুর চুনারুঘাট সার্কেল এস,পি কে ৫ হাজার, মাধবপুর থানা কে ২ হাজার পিস মাস্ক দেয়া হয়েছে এবং পরিস্থিতি বিবেচনা করে আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।