মাধবপুরে করোনা প্রতিরোধে হাট-বাজারে কমেনি জনসমাগম
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৮ ২০২০, ২০:৫৩

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে করোনা আতঙ্ক ছড়িয়েছে সবখানে, তবে প্রভাব পড়েনি মাধবপুরের হাট-বাজারগুলোতে। পৌর শহরে বড় বাজারে প্রায় ৪/৫ হাজারের মত মানুষের সমাগম হচ্ছে। অনেকটা গাদাগাদি করেই চলছে বাজার সদাই।
শনিবার ২৮ মার্চ মাধবপুর পৌর বাজারে ঘুরে দেখা যায়, হাটে আসা অধিকাংশ মানুষই জানেন না এর বিস্তার সম্পর্কেও। কেউ-কেউ এ নিয়ে আতঙ্কিত। আপাতত হাট-বাজার খোলার নির্দেশনা সকাল ৮ থেকে বিকেল ৩ টা পর্যন্ত থাকলেও করোনা ভাইরাস বিস্তার রোধে সকলকে সচেতন হবার পরামর্শ মাধবপুর উপজেলা প্রশাসনের।
জানা যায়, মাধবপুর উপজেলা ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মূল কেন্দ্র এই বাজার এবং এসব এলাকার শুঁটকির বাজারের জন্য বিখ্যাত মাধবপুর বাজার। তাই সপ্তাহের শনিবার, মঙ্গলবার মাধবপুরে শুঁটকির ব্যাপারীদের অংগ্রহনে আলাদা পাইকারি হাট বসে। সাড়া উপজেলা তথা চুনারুঘাট, হবিগঞ্জ, বিজয়নগর, নাসিরনগরের ব্যাপারীরা এখানে আসে শুঁটকি কিনতে।
এ ব্যাপারে মাধবপুর বাজারের ৭নং ওয়ার্ড কাউন্সিলর আজিত কুমার পাল ফোন কলে জানান, ‘আপাতত হাট-বাজার সকাল ৮ থেকে বিকেল ৩ টা পর্যন্ত খোলার নির্দেশনা আছে। তবে এতোগুলো মানুষের সমাগম ভাববার বিষয়। আসলে করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে।’