মাধবপুরে করোনা ঠেকাতে স্বেচ্ছায় লকডাউনে সবুজবাগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৭ ২০২০, ১৯:৪০

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মানুষজনকে ঘরে আটকে রাখতে যখন সেনাবাহিনী, র‌্যাব, পুলিশদের হিমশিম খেতে হচ্ছে তখন স্বেচ্ছায় ‌‘লকডাউনে’ চলে গেছেন হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সবুজ বাসিন্দারা। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তারা পাড়ার ভেতরে বহিরাগতদের প্রবেশ ও ভেতরে অপ্রয়োজনে কারো বের হওয়া বন্ধ করে দিয়েছেন। বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছেন ঢোকার প্রবেশ পথ।

মঙ্গলবার (৭ এপ্রিল) মাধবপুর পৌরসভার সবুজবাগ এলাকা ঘুরে দেখা যায় প্রবেশ মুখে লডের কাঁচা ও বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে স্বেচ্ছায় লকডাউনে যাওয়ার এমন চিত্র।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাধবপুর পৌরসভার সবুজবাগ এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। পাড়ার প্রবেশপথে বাঁশ দিয়ে ব্যারিকেড করে বহিরাগতদের আসা যাওয়া নিষেধ করা হয়েছে।