মাধবপুরে করোনা আতঙ্কের মধ্যেই ডেঙ্গু নিয়ে শঙ্কা
একুশে জার্নাল
মে ১৪ ২০২০, ১৯:৪৫

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: দিনকে দিন বাড়ছে হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে যোগ হয়েছে মশার উপদ্রব। দিন-রাত মশার যন্ত্রণায় অতিষ্ঠ মাধবপুর শহরবাসী। এতে করোনার সঙ্গে ডেঙ্গু নিয়েও শঙ্কা বাড়ছে জনমনে। এমন শঙ্কার মাঝেই জনমনে প্রশ্ন মাধবপুর পৌরসভার কখন থেকে শুরু হচ্ছে বিশেষ মশা নিধন কর্মসূচি।
বৃহস্পতিবার (১৪ মে) করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে উৎকন্ঠায় মাধবপুর শহরবাসী। গ্রীষ্মের শুরু থেকে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে মশার উৎপাত চরম আকার ধারন করেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভার সব ওয়ার্ডে স্থানীয় বাসিন্দারা দিন-রাত মশার যন্ত্রণায় অতিষ্ঠ।
মাধবপুর পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কুমার পাল ফোন কলে জানান, মাধবপুর পৌরসভার করোনা ভাইরাসের প্রভাবে অফিসে বন্ধ থাকার কারণে মশক নিধনের কার্যক্রম আমরা শুরু করতে পারছি না, তবে মেয়রের সাথে আলোচনা করে আমরা মশক নিধনে কাজ শুরু করব।