মাধবপুরে কমেছে গমের আবাদ, বেড়েছে ধান ও অন্যান্য সবজি চাষ
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৫ ২০২০, ১৫:৩৯
শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাঠ পর্যায়ে প্রায় ১১০ হেক্টর জমিতে গম চাষ করেছে চাষিরা, গত বছর ১৪০ হেক্টর জমিতে গম চাষ করেছিল। তবে দেশের আবহাওয়ার বিরূপ প্রভাবসহ নানা রোগের কারণে গম চাষ করার প্রতি বর্তমানে আগ্রহ হারিয়ে ফেলছে চাষিরা।
স্থানীয় চাষি কামরুল ইসলাম ও মানিক মিয়া জানান, এক দশক আগেও গম চাষ করে ভালো মুনাফা পাওয়া যেত।
এখন ব্লাস্টসহ নানা রোগের প্রাদুর্ভাবে ওই সব জমিতে গম চাষাবাদে আশানুরূপ ফলন পাওয়া যাচ্ছে না। ফলে লাভের আশায় এখন ইরি-বোরো ধান ও অন্যান্য সবজি উৎপাদন করা হচ্ছে।
চাষি হাজী বলেন, ‘গম চাষে তেমন লাভ না থাকায় শুধু নিজেদের খাওয়ার প্রয়োজনে এবার ১৫ শতক জমিতে গমের আবাদ করেছি।’
মাধবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসার সাইফুল ইসলাম জানান, ভৌগলিক অবস্থানের কারণে মাধবপুর অঞ্চলের জমিগুলো গম চাষের জন্য খুবই উপযোগী। আর সঠিক সময় বীজ বপন করলে ব্লাস্ট রোগের আক্রমণ হয় না। চলতি মৌসুমে ১৫০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে মাত্র ১১০ হেক্টর। ফলে এবারেও ঘাটতি রয়েছে।