মাধবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ
একুশে জার্নাল
এপ্রিল ০২ ২০২০, ২২:৫৭
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সদের পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সদের জন্য ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইশতিয়াক মামুন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইশতিয়াক মামুন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ২১ জন চিকিৎসকে আগেই পিপিই প্রদান করা হয়েছে ও ২৪ জন নার্স এবং সিনিয়র স্টাফদের জন্য ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালে আগত রোগীদেরকে স্বাস্হ্য সেবা অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন।