মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
একুশে জার্নাল
জুন ২৪ ২০২০, ২৩:১৩
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর বাইশ মুড়া এলাকা থেকে সুজন মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তার শরীরে তল্লাশি চালিয়ে ১৬৭ পিস ইয়াবা উদ্ধার করে।
ধৃত আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে বিজিবি
বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, মাধবপুর উপজেলার হরষপুর বিওপির হাবিলদার মহসিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বুধবার(২৪ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ মাদকসহ ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন মিয়া কে গ্রেপ্তার করে।