মাধবপুরে আগুনে পোড়ানো হলো ৩ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৭ ২০২০, ১৯:০৫

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর বাজারে অভিযান/মোবাইল কোর্ট পরিচালনা করে মাসের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ১,০৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

সোমবার (২৭জুলাই) দুপুর ৩ টার সময় উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ অবৈধ কারেন্টজাল উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০ টাকা।

জব্দকৃত জাল জালগুলো উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।