মাধবপুরে অবৈধ বালু উত্তোলন; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
একুশে জার্নাল ডটকম
জুলাই ০২ ২০২০, ২০:০৪

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তলন ও পরিবহন করায় ভ্রাম্যমাণ আদালত ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
গত বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই এলাকায় অভিযান চালিয়ে সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তলন ও পরিবহনের দায়ে নয়ন মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নয়ন মিয়া বিজয়নগর উপজেলার কচুয়া মুরা গ্রামের মৃত বিলাল মিয়ার ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং মাধবপুরে বালুর মালের কোনো ইজারা নাই। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না