মাধবপুরে অবৈধ কারেন্ট জাল জব্দ
একুশে জার্নাল ডটকম
জুন ২২ ২০২০, ১৭:১০
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌর বাজার থেকে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে সহকারী কমিশনার( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।
সোমবার ২২ (জুন) উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ কারেন্ট জাল জব্দ করে যার আনুমানিক বাজার মূল্যে ২লাখ টাকা। অবৈধ কারেন্ট জালের ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দকৃত জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।