মাধবপুরে অবৈধভাবে বালু উত্তলন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১০ ২০২০, ০১:০৪

শেখ জাহান রনি, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন করায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক আল আমিন নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আল আমিন উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) আয়েশা আক্তার সোনাই নদীতে অবৈধভাবে নৌকা দিয়ে বালু উত্তলনের দায়ে আল-আমীনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।