মাধবপুরে অধ্যক্ষের বাড়িতে ডাকাতি
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৩ ২০২০, ২১:১২

শেখ জাহান রনি, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়ার বাড়িতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অধ্যক্ষ মোহন মিয়া জানান, রাত দেড়টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাই কে বেঁধে ফেলে। ঘরে রক্ষিত ৪০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, এলইডি টিভি, ৪ মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে সোমবার সকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন ও মাধবপুর- চুনারুঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনা¯’পরিদর্শন করেছেন। মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা¯ গিয়ে খোজ খবর নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।