মাধবপুরে অজ্ঞাত পরিচয় আহত বৃদ্ধ উদ্ধার, হাসপাতালে ভর্তি
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৫ ২০২০, ১৫:৩৬
শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি(হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত পরিচয় এক আহত বৃদ্ধ (৭০)কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজ এর সামনে এক অজ্ঞাত বৃদ্ধকে পরে থাকতে দেখে কলেজের ছাত্র ও শিক্ষকদের সহযোগিতায় অফিস সহকারী আনিসুর রহমান তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক। মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান মাধবপুর সদর হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে এই অজ্ঞত বৃদ্ধ রোগীর খোঁজ খবর নেন এবং রোগীর সঙ্গে কোনো পরিচয় ব্যক্তি না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উনার সুচিকিৎসা জন্য নির্দেশ দেন।উনাকে কেউ চিনতে পারলে মাধবপুর সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।