মাদানী সাহিত্য সংসদ ‘মাসাস’র সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত।
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৮ ২০১৮, ১০:৪৩

ইমদাদুল হক কাউসার : ‘সাহিত্য চেতনার স্বপ্ননীড়’ মাদানী সাহিত্য সংসদ(মাসাস)সিলেট বাংলাদেশ।বাংলা সাহিত্যে নবগঠিত একটি সাহিত্য সংগঠন।সাহিত্যের অংশ অংশ হিসেবে মাসাস’র পক্ষ থেকে গত ২৭-১২-১৮ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ঘটিকার সময় স্থানীয় টিকরপাড়া বিয়ানীবাজার সিলেটে আয়োজন করা হয় ‘মাসাস সাহিত্য আড্ডা ২০১৮’।
আড্ডার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন,
তরুন প্রতিভাবান আলেমে দ্বীন,
‘সাহিত্য সাময়িকী ‘প্রতিভা’ সম্পাদক ও মাসিক ‘আন নাবা’র বিভাগীয় সম্পাদক,
বিশিষ্ট লেখক ও কলামিস্ট,
মাওলানা মুফতি উবায়দুল হক খান সাহেব ঢাকা।তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেন ভাষা ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে।সাথে ছিলো বহু ইলমী আলোচনা।
মূল্যবান দিকনির্দেশনা দেন মাসাস পরিবারকে।
এছাড়াও উপস্থিত ছিলেন,
মাসাস উপদেষ্টা মাওলানা হুসাইন কামাল, মাসাস সভাপতি,ইমদাদুল হক কাউসার,সম্পাদক তোফায়েল আহমদ আতিক, নির্বাহী সম্পাদক আখলাক তারেক, আলমগীর হোসাইন,রেজাউল কারীম, ওলিউর রহমান,আরসালান হাবীব, মিজানুর রহমান,জহিরুল ইসলাম, আলী আমজদ সহ আরো অনেকে।
পরে মাসাস’র পক্ষ থেকে অথিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।