মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৫ ২০১৯, ১৯:৩৬
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল কালাম বলেছেন, মাদক একটি সামাজিক ব্যধি। দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধান বাধা হচ্ছে মাদক। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। শিক্ষক তাদের শিক্ষার্থীদের ও অভিবাবকরা তাদের ছেলে মেয়েদের মাদকের কুফল সম্পর্কে বুঝাতে হবে। এই ব্যধি থেকে যুব সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলের সহযোগীতার কোন বিকল্প নেই। তিনি শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জের ভাদেশ্বর মডেল ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সন্ত্রাস,জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জঙ্গি ও সন্ত্রাস দমনে সবচেয়ে বেশি সফল। দেশের জনগণ সরকারকে সহায়তা করেছে বলেই শক্ত হাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে দমন করা সম্ভব হয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশ জঙ্গি ও সন্ত্রাস দমনে ব্যর্থ হয়েছে। সেদিক বিবেচনায় আমরা অনেক এগিয়ে। তিনি সন্ত্রাস,জঙ্গি ও মাদক নির্মূলে সকলের সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
ভাদেশ্বর মডেল (ডিগ্রি) মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান।
মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় ও মাদ্রাসার ছাত্র নাহিদুল ইসলাম রাসেলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার বাংলা প্রভাষক রজত কান্তি দাস। বক্তব্য দেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি ছালিক আহমদ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, সমাজসেবী খলকুর রহমান খলকু, রুমেল সিরাজ, নিয়াজ মাহবুব, রাহাত আহমদ চাকলাদার, মাদ্রাসার ছাত্র সংসদের সহ-সভাপতি হামিদুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মটুক মিয়া, মতিন মিয়া, ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইবরাহীম আলী, খানম আহমদ মহিলা মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, ইউপি সদস্য লাবলু মিয়া, আজির উদ্দিন, মো: জহির উদ্দিন, মাদ্রাসার ছাত্র সংসদের সেক্রেটারি কাওছার আহমদ প্রমুখ।