মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৩ ২০২২, ১১:০৯
মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত।
২ সেপ্টেম্বর শুক্রবার, বিকেল ৩টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন-এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, এবি পার্টি’র যুগ্ম আহবায়ক এডভোকেট তাজুল ইসলাম, জাগপা-এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও মুহা. আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন-এর সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, যুব জাগপা’র কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, এবি যুব পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক এম ইলিয়াছ আলী।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এ আর খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ইলিয়াস হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ, দফতর সম্পাদক মুফতী আবদুজ্জাহের আরেফী, প্রকাশনা সম্পাদক মাস্টার মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দীক, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ ইউনুছ তালুকদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, আইন সম্পাদক এড. বায়েজিদ হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক তৌফিক ইমাম, উপ-সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ও এম এ হাসিব গোলদার প্রমুখ।