মাদক ইভটিজিং মুক্ত হাটহাজারী করতে র্যালি ও আলোচনা সভা
একুশে জার্নাল ডটকম
জুন ১৯ ২০১৯, ১৩:০৫

একুশে জার্নাল ডেস্ক
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডস্থ তালুকদার পাড়ায় “উদীয়মান একতা সংঘ” এর উদ্যোগে মাদক, ইভটিজিং মুক্ত হাটহাজারী করার লক্ষে উদীয়মান একতা সংঘের এক ঝাক তরুণ যুবক জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এক র্যালি বের করেন।
র্যালিটি উদীয়মান একতা সংঘ হতে হাটহাজারী পৌরসদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গোল চত্বরে শেষ হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার ও জাগরণ ক্লাবের সভাপতি মোঃ খায়রুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা ও তরুণ সমাজ সেবক আকরাম উদ্দীন পাভেল, ব্যবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম প্রমূখ।
এদিকে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পারিবারিক ভাবে সচেতন না হলে মাদক সেবনের হাত থেকে সন্তানদের রক্ষা করা সম্ভব না। মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের অপব্যবহার ও মাদকাসক্তি মানব সভ্যতার একটি অত্যন্ত জটিল সমস্যা । এ ব্যাধি সমাজকে ক্ষত-বিক্ষত করে, মাদকাসক্তি কারনে বহু নিষ্পাপ প্রাণ অকালে ঝরে যাচ্ছে। মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের ক্ষতি করছে না, সে দেশ ও জাতির তথা সমাজেরও ক্ষতির করছে। এ থেকে সকলের পরিত্রান পেতে হলে মাদক বিরোধী অভিযানের পাশাপাশি মাদকবিরোধী সভা, র্যালি,সেমিনার ও অন্যান্য গন-সচেতনামূলক কার্যক্রম নিয়োমিত আয়োজন করতে হবে।
এ সময় মনজু, হালিম, রাশেদ, আলমগীর, এনাম, জাহেদ, ফরহাদ, রায়হান, পারভেজ, সাহেদ, ইকবাল, শরীফসহ উদীয়মান একতা সংঘের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।