মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর ইসলামী সাংস্কৃতিক জোটের প্রধান পৃষ্ঠপোষক মনোনীত
একুশে জার্নাল
জুলাই ১৪ ২০১৯, ১৮:৩৩
ইসলামী সাংস্কৃতিক সংগঠন সমূহের সম্মিলিত প্ল্যাটফর্ম ইসলামী সাংস্কৃতিক জোটের প্রধান পৃষ্ঠপোষক মনোনীত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন ও লন্ডন এন টিভির উপস্থাপক মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর।
মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং এইচএম সাইফুল ইসলামের পরিচালনায় সম্প্রতি ইসলামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় সকল সাংস্কৃতিক সংগঠনের পরিচালকমণ্ডলীর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান পৃষ্ঠপোষকের সার্বিক দিক নির্দেশনায় ইসলামী সাংস্কৃতিক সংগঠন সমূহের মধ্যে সুসম্পর্ক এবং সকল সংগঠনের মানোন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।