মাওলানা রশিদ আহমদের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের শোক প্রকাশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৪ ২০১৮, ১৬:০১

সিলেটের বিশিষ্ট আলেম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি, ওসমানীনগর উপজেলার জামেয়া আনোয়ারুল উলুম উমরপুর মাদ্রাসার দীর্ঘদিনের সাবেক মুহতামিম হাফিজ মাওলানা রশিদ আহমদ ইন্তেকাল ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ শোক প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ,যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক,সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সিলেট-২ আসনের (বিশ্বনাথ-উসমানীনগর) বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সিলেট জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান,যুক্তরাজ্য শাখার সহ সাধারন সম্পাদক মুফতি ছালেহ আহমদ, সিলেট জেলা প্রচার সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুবুল হক,নির্বাহী সদস্য মুফতি সৈয়দ নাসির উদ্দিনসহ দলের নেতাকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা রশিদ আহমদ আজীবন খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন ত্যাগী ও একনিষ্ঠ রাজনীতিবিদ ও শিক্ষাবিদকে হারালো। এ শূন্যতা সহজে পুরণ হবার নয়।

প্রবীণ এই আলেমে দ্বীন জামেয়া মদিনাতুল উলুম দারুসসালামের মজলিসের শূরা সদস্য, উসমানপুর মাদ্রাসার সাবেক মুহতামিম, খোজগিপুর জামে মসজিদের মোতাওয়াল্লীসহ ইসলামী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক ময়দানে আজীবন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন।
এদিকে মাওলানা রশিদ আহমদের মৃত্যুতে সিলেটের আলেম-উলামা, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনসহ নিজ দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য,তিনি ১৪ নভেম্বর বুধবার বেলা ৩ ঘটিকার সময় তাঁর নিজ বাড়ী উমরপুরের খোজগিপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৭ মেয়ে, ৬ ছেলে, অসংখ্য ছাত্র, গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা বৃহস্পতিবার বেলা ২ টা ৩০ মিনিটে উমরপুরের খোজগিপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
-প্রেস বিজ্ঞপ্তি