মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহর ইন্তেকালে লন্ডন খেলাফত মজলিসের শোক প্রকাশ
একুশে জার্নাল
এপ্রিল ০৫ ২০২০, ০১:২১
খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দাওয়া বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মু’তাসিম বিল্লাহ এর ভাইয়ের বড় ভাই মাওলানা মুতাওয়াক্কিল সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন ।
খেলাফত মজলিস লন্ডন মহানগরীর পক্ষ থেকে সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক , সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমানপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম চৌধুরী শোক প্রকাশ করেন ও মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়ার আবেদন করেন ।
উল্লেখ্য মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ সিলেটের জামিয়া কাজির বাজার থেকে ১৯৯০ সালে তাকমীল ফিল হাদিস সম্পন্ন করেন । মরহুমের বাড়ি হবিগঞ্জ এর নবীগনজ সদরঘাট, মরহুম মাওলানা মনির উদ্দিন রহ.( নাজিম সাব) এর বড় ছেলে,জামেয়া আরাবিয়া দিনারপুর মাদ্রাসার উস্তাদ। হাফেজ মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ রহ. দীর্ঘদিন অসুস্থতায় ভোগে আজ রাত ৯;৩৫ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মরহুম এক ছেলে ও তিন মেয়ে রেখে যান। আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
(আমিন) ।
আল্লাহ তাঁকে ক্ষমা করে বেহেস্ত নসিব করুন ও শোকসন্তপ্ত পরিবারকে সবর করার তৌফিক দান করুন ।