মাওলানা মাহমুদ মাদানী— দ্য গ্রেট ম্যাজিশিয়ান অব দ্য মোমেন্ট
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৩ ২০২২, ১২:৫০
রশীদ জামীল: কেউ যখন আমাকে আমার পছন্দের একজন নেতার নাম জিজ্ঞেস করে, উইদাউট সেকেন্ড থট আমি বলি, মাওলানা মাহমুদ মাদানী।
সব সময় সব জায়গায় ফতওয়ার ভাষায় কথা বলতে হয় না- এই শিক্ষাটা আমি তাঁর কাছ থেকেই প্রথম পেয়েছিলাম। ইন্ডিয়ান ন্যাশনাল টেলিভিশনে মাওলানা মাহমুদ মাদানীর দুটি প্রোগ্রাম দেখলেই যে কেউ স্বীকার করবেন হি ইজ দ্য ম্যান উই শ্যুড ফলো। অবশ্য চোখ থেকে চশমা খুলে তাকাতে হবে।
মানুষটিকে প্রথম ভালোবেসেছিলাম ২০১০ এ, এনডি টিভির একটি লাইভ স্টেইজ প্রোগ্রাম দেখে। যেখানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্টির দিগ্বজ কয়েকজনের সাথে অতিথি হিশেবে ছিলেন ডা জাকির নায়েক এবং মাওলানা মাহমুদ মাদানী। সম্পূর্ণ বৈরী অডিয়েন্সের সামনে সেদিন তাঁর প্রত্যুৎপন্নমতি বক্তব্যে অভিভূত হয়েছিলাম। এই গল্প অনেকবার করা হয়েছে।
দ্বিতীয়বার অভিভূত হয়েছিলাম ২০১৪তে। একটি টেলিভিশন অনুষ্ঠানে তাঁর কথা শুনছিলাম আর ভাবছিলাম, বাংলাদেশে যদি একজন মাহমুদ মাদানী থাকতেন!
মিডিয়াকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, কথা কীভাবে বলতে হয়- শেখার জন্য হলেও ইন্ডিয়ান টেলিভিশন ইন্টারোগেশন অনুষ্ঠান Third degree যারা দেখেননি, তাদের একবার দেখা উচিত। ইউটিউবে গিয়ে Third degree with Mahmood Madani লিখে সার্চ করলে প্রোগ্রামটি পাওয়া যাবে।
আমাদের সৌভাগ্য, আমরা আমাদের সময়ে একজন মাহমুদ মাদানী পেয়েছিলাম। আমাদের দুর্ভাগ্য, আমরা তাঁকে রিড করতে পারছি না। শিখতে পারতাম অনেক। কিন্তু আমাদের তো জন্ম হয়েছে শেখানোর জন্য!
নিজেকে ঘিরেই শুধু আমাদের আয়োজন। বুঝি না, কেউ বুঝিয়ে দিলেও না- চিন্তার যে চিকিত্সা প্রয়োজন।