মাওলানা মাহফুজুল হকের নামে ‘ইত্তেলা পত্র’ সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট: বেফাক

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১১ ২০২০, ২০:৫৬

ইলিয়াস সারোয়ার: মাওলানা মাহফুজুল হকের নামে যে ইত্তেলা পত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট অভিহিত করে এর প্রতিবাদ জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)।

বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী স্বাক্ষরিত প্রতিবাদ পত্রে বলা হয়েছে, গত ১০-০৭-২০২০ তারিখে বেফাকের সম্মানিত সহকারি মহাসচিব মাওলানা মাহফুজুল হক (দা.বা.) সাহেবের নামে অভিযোগ করা হয়েছে, তিনি সাত লক্ষ টাকা নারী নীতি বিরোধী আন্দোলন বাবদ গ্রহণ করেছিলেন, তিনি এর ভাউচারও জমা দেননি। এই অভিযোগ করে সাবেক মহাসচিব মাওলানা আবদুল জব্বার রহ. এর স্বাক্ষরিত ‘ইত্তেলা’ পত্র ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। আমরা ঘোষণা করছি যে, এ জাতীয় কোন ‘ইত্তেলা’ পত্র কখনো বেফাক অফিস থেকে ইস্যু করা হয়নি। এটা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

প্রতিবাদপত্র আরও বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ এর আমরা কঠোর প্রতিবাদ জানাচ্ছি জাতি বেফাকের এমন একজন নিবেদিতপ্রাণ দায়িত্বশীলদের প্রতি বিভ্রান্তির শিকার হবে না বলে আমরা আশাবাদী।

বেফাকের প্রতিবাদপত্র