মাওলানা নিজামীর ইন্তেকালে সাদ সাইফুল্লাহ মাদানীর শোক প্রকাশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৪ ২০১৯, ১৯:৩৬

দেশের অন্যতম ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস, বাংলাদেশ তাহফীজুল কোরআন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা রহমতুল্লাহ কাউসার নিজামী ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আল্লামা ইসহাক মাদানী রহ. পুত্র, বিশ্বনন্দিত ক্বারী, তাবলীগ বার্তা সম্পাদক, শাইখ সাদ সাইফুল্লাহ মাদানী।

গণমাধ্যমে দেয়া এক শোকবার্তায় সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস ও লেখক-গবেষক মাওলানা রহমতুল্লাহ কাউছার নিজামী সাহেবের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। দোয়া করি আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন।

শোক বার্তায় তিনি বলেন মাওলানা রহমতুল্লাহ কাউছার নিজামী সাহেবের পুরো জীবনটা কেটেছে জ্ঞানচর্চা ও শিক্ষকতায়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির উপর তাঁর লিখিত গ্রন্থাবলি বেশ তথ্যসমৃদ্ধ ও সুখ পাঠ্য।

প্রসঙ্গত, গতকাল (১৩ আগষ্ট) মঙ্গলবার সকালে কিডনি রোগে আক্রান্ত হয়ে স্ত্রী, ১ ছেলে ১মেয়ে, সহকর্মী, শাগরিদ ও অসংখ্য গুনগ্রাহী রেখে তিনি ইন্তেকাল করেন।