মাওলানা নদভী, মুহিব খান ও সৈয়দ শামসুল হুদাসহ তুরস্কে গেলেন এক দল আলেম

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২০ ২০১৯, ১২:৪৮

 

আবির আবরার:

বাংলাদেশী উলামা মাশায়েখদের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (১৯ এপ্রিল) ভোরে টার্কিশ এয়ার লাইন্স যোগে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ইস্তাম্বুলের বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক ফাউন্ডেশনের আমন্ত্রণে এ সফর করেছেন তাঁরা।

দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভীর নেতৃত্বে ৯ সদস্যের আলেম শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও চিন্তাবিদদের একটি দল এ সফর করছেন। এতে রয়েছেন জাগ্রত কবি মুহিব খান ও বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্টের মহাসচিব সৈয়দ শামসুল হুদা প্রমূখ।

এছাড়া বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর নেতৃত্বে ৯ সদস্যের আরও একটি দল রয়েছে তুরস্কগামী এ সফরে।

সফরে তারা তুরস্ক-বাংলাদেশের সার্বিক সুসম্পর্ক, বিশেষ করে দ্বীনী ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ উন্নয়নে নতুন গতি সৃষ্টির বিষয়ে সেদেশের দীনি ও আধ্যাত্মিক অঙ্গনে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে ৷