মাওলানা জুবায়ের বাবুনগরী হাসপাতালে, সবার কাছে দোয়া চাইলেন

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৩ ২০১৮, ২৩:৪২

হাবীব আনওয়ারঃ হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী’র ছোট ভাই, চট্টগ্রাম রাউজান থানার ঐতিহ্যবাহী রাউজান এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দীস মাওলানা জুবায়ের বাবুনগরী অসুস্থ হয়ে নগরীর সি.এস.সি.আরে ৮ ম তলায় চিকিৎসাধীন রয়েছেন৷

১৩ ই আগস্ট(সোমবার) হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে হসপিটালে ভর্তি করা হয়।বর্তমানে তিনি c.c.u র নিবিড় পর্যবেক্ষণে বিশেষজ্ঞ ডাক্তাদের তত্বাবদানে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবার সূত্রে জানা যায়,মাওলানা জুবায়ের বাবুনগরী দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস-সহ নানান অসুস্থতায় ভূগছেন।

পরিপূর্ণ সুস্থতার জন্য তাঁর ছাত্রবৃন্দ, শুভানুধ্যায়ী ও দেশবাসীর নিকট দুআ চেয়েছেন রাউজান এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা সোলায়মান ওপরিবারের সদস্যবৃন্দ৷