মাওলানা ইসহাক মাদানী রহ. : খুলুসিয়্যাত ও সততার মূর্ত প্রতীক
একুশে জার্নাল
আগস্ট ২১ ২০২০, ১৫:১১

মাহমুদ মুজিব
অসংখ্য মানুষ গড়ার কারীগর, এদেশের হাজারো আলেমের উস্তাদ, মাওলানা ইসহাক মাদানী (৭৬) গতকাল ২০ আগষ্ট দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ জুমাবার সকাল ১০-৪০ মিনিটে ফতেহনগর মাদরাসা প্রাঙ্গণে বহু আলেমের উপস্থিতিতে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন হযরতের সাহেবজাদা মাওলানা কাউসার ইসহাক। পরে তাঁকে মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মাওলানা ইসহাক মাদানী সাহেব আনুমানিক ১৯৭১ঈসায়ীতে জামিয়া ইসলামিয়া পটিয়ায় দাওরায়ে হাদীস সমাপ্ত করেন। শায়খুল আরব ওয়াল আজম হাজী সাহেব রহঃ এর তত্বাবধানে মদীনা বিশ্ববিদ্যালয় গমন করেন। যে ডেলিগেশনটি বাংলাদেশ থেকে সর্বপ্রথম মদীনা বিশ্ববিদ্যালয়ে গমন করেন তিনি তাদের একজন।
অত:পর দেশে ফিরে জামিয়া আরবিয়া জিরীতে শিক্ষকতা করেছেন। সেখানে তিনি হাদীস, ফিকাহ, মানতিকইত্যাদি বিষয়ে পাঠদান করেছেন। জিরী মাদরাসায় তিনি আট বছর (১৯৮৩-১৯৯১) শিক্ষকতা করেছেন। সেসময় থেকে তিনি ফতেহনগর মাদরাসায় খন্ডকালীন শিক্ষকতা করেছেন।
পরবর্তীতে ১৯৯১ থেকে আমৃত্যু তিনি “ফতেহনগর আইনুল ইসলাম” মাদরাসায় মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ প্রতিষ্ঠানটি তিনি তিলেতিলে গড়ে তুলেছেন। তার হাত ধরে মাদরাসাটির ইলমি ও অবকাঠামোগত বিস্তর উন্নতি লাভ করেছে।
তাঁর ইন্তেকালে আলেম সমাজ হারালো একজন অতি আপন বন্ধুকে। মহান আল্লাহ ইলমে দ্বীনের মুখলেস এই সেবককে তাঁর সুশীতল ছায়ায় আশ্রয় দিন। চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন।
লেখক: মাহমুদ মুজিব | শিক্ষক, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম।