মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ. এর স্ত্রীর ইন্তেকাল: জানাযা ও দাফন সম্পন্ন
একুশে জার্নাল
জানুয়ারি ০৬ ২০২০, ১২:৪৩
হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বড় সাহেবজাদা মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ. এর স্ত্রী ৬৬ বছর বয়সে গতকাল রাত ১২ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ছিলেন, ধর্মীয় প্রায় সকল গুণে গুণান্বিত এক মহিয়সী নারী। মুসলিম নারীদের জন্য অনুসরনীয় ও একজন আদর্শ পথনির্দেশিকা। যার কাছ থেকে ধর্মীয় তালিম-তরবিয়ত গ্রহণ করেছেন শত শত মুসলিম নারী। তিনি ছিলেন হাফেজ মাওলানা ওলিউল্লাহ ও খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর মা ও বাংলার নন্দিত ইসলামী সাহিত্যিক মাওলানা আবু তাহের মেসবাহ এর শাশুড়ি।
মৃত্যুকালে তিনি তাঁর পরিবারে অসংখ্য হাফেজ-আলেমসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার সকাল ১১ টায় রাজধানীর কামরাঙ্গীর চরে নূরিয়া মাদরাসা ময়দানে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। সন্তানদের অনুরোধে জানাযায় ইমামতি করেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. ছোট সহেবজাদা বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।
জানাযায় উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের মেসবাহ, মুফতি আব্দুল মালেক, শায়খুল হাদিস সুলাইমান নোমানী, মাওলানা হাজী ফারুক আহমাদ, মাওলানা শেখ আজীমুদ্দিন, মাওলানা সফির উদ্দিন শিশু হুজুর, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, মাওলানা মুসা বিন ইজহার, হাফেজ খালেদ, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা যোবাইর, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আশরাফ পাহাড়পুরীসহ বহু ওরামায়ে কেরাম।