মাওলানা আব্দুল হাই খান গুরুতর অসুস্থ: সকলের নিকট দোয়া কামনা
একুশে জার্নাল
এপ্রিল ১৯ ২০১৮, ১৪:০৬

একুশে জার্নাল লন্ডন:: ব্রিটেনের সর্বদলীয় সংগঠন বাংলাদেশী মুসলিম ইউকের সাধারণ সম্পাদক, ইকরা বাংলার প্রেজেন্টার ও সেইভ রোহিঙ্গা ইউকের সেক্রেটারি মাওলানা আব্দুল হাই খান গুরুতর অসুস্থ। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। আগামী ২৪ এপ্রিল চেরিংকক্র হস্পিটালে তার মস্তিকে অপারেশন করা হবে। মাওলানা আব্দুল হাই খান তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তিনি সর্বদা একজন অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিত্ব, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে তাঁর ভূমিকার যুক্তরাজ্যের অনেকের পরিচিতি।
আল্লাহর হুকুমে,তিনি জটিল মস্তিষ্কের ক্যান্সারের আক্রান্ত। তিনি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ সার্জারির মাধ্যমে আছেন।
মাওলানা আব্দুল হাই খান এর সুস্থতার জন্য দোয়ার আবেদন করেছেন সকল কমিউনিটি নেতৃবৃন্দ।