“মাওলানা আবদুল কুদ্দুস সাহেব সম্পুর্ণ নির্দোষ” -আল্লামা শাহ আহমদ শফি
একুশে জার্নাল
জুলাই ২১ ২০২০, ১৬:২২

‘দেশের বৃহৎ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুসের বিষয়ে উঠা নানান অনিয়ম বিষয়ে বিবৃতি দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।
আজ (২১ জুলাই) এক বিবৃতিতে মাওলানা আব্দুল কুদ্দুসের বিষয়ে উঠা অভিযোগের বিষয়ে আল্লামা শফী বলেন, ”সম্প্রতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ও মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, যিনি গঠনতান্ত্রিক পদাধিকার বলে আল-হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান। তার অধীনস্থ কর্মকর্তার সাথে দাপ্তরিক বিষয়ে কৃত ফোনালাপ রেকর্ড করে বিকৃত, খণ্ডিত ও উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।””
এ বিষয়টি আমার গোচরে এলে আমি এর অধ্যোপান্ত তদন্ত ও ব্যাখ্যা তলব করি। এ সবের ব্যাপারে কারণ দর্শানো ও আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেই। যার ফলে বেফাক মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজের ব্যাপারে ব্যাখ্যা প্রদান করেন। তিনি লিখিতভাবে আমার নিকট কারণ দর্শানোর পাশাপাশি আরোপিত বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে নিজের ব্যাখ্যা দেন।”
আল্লামা শফী বলেন, এসব বিচার বিশ্লেষণ করে আমার কাছে এসব যৌক্তিক ও আলোচনার বিষয় বলে সাব্যস্ত হয়। তার ব্যাখ্যা গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়। সুতরাং তার এই ফোনালাপ এবং কার্যক্রমকে কোনো অন্যায় বা অনিয়ম বলে আখ্যায়িত করা যায় না। আমি তার ব্যাখ্যা ও কারণ দর্শানোতে সন্তুষ্ট। গঠনতন্ত্র ও আইনের কোনো ব্যত্যয় না হওয়ায় তিনি সম্পূর্ণ নির্দোষ মনে করছি।”