মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি: শূরা বৈঠক শনিবার
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১৬ ২০২০, ২২:০৯
একুশে জার্নাল ডেস্ক:
চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনের ফলশ্রুতিতে অভিযুক্ত শিক্ষক মাওলানা আনাস মাদানীকে বহিস্কার করা হয়েছে।
জানা যায়, আজ (১৬ সেপ্টেম্বর) বুধবার বাদ মাগরিব আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে তাঁরই কক্ষে অনুষ্ঠিত মজলিশে শূরার বৈঠকে নিম্নলিখিত সিন্ধান্তসমূহ গৃহীত হয়:
১। মাওলানা আনাস মাদানীকে মাদরাসা থেকে অব্যহতি দেওয়া হলো।
২। আজ থেকে মাদরাসার কোন ছাত্রকে কোন ধরণের হয়রানি করা হবে না।
৩। আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) মজলিসে শূরার বৈঠক আহ্বান করা হয়। সেই বৈঠকে বাকী দাবীগুলো নিয়ে আলোচনা হবে।
উক্ত শূরা বৈঠকে উপস্থিত থেকে সিদ্ধান্তসমূহের বিবৃতিতে স্বাক্ষর করেছেন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী ও মুঈনে মুহতামিম আল্লামা শেখ আহমদ, হাটহাজারী মাদ্রাসার শূরা সদস্য ও মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা নোমান ফয়জী, নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আহমদ দীদার, মাওলানা কবির আহমদ, মাওলানা ফোরকান উদ্দিন, মাওলানা ওমর মেখলী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।