মহেশপুরে ৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষিত; আটক ২

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০২০, ১৫:৩৯

পলাশ রহমান, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে ৭ম শ্রেণীর এক ছাত্রী (১৩) ধর্ষিত হয়েছেন। গতকাল বুধবার (২৫মার্চ) সন্ধায় উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২ ধর্ষক কে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, সাড়াতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে সাহাবুল ইসলাম শান্তি (২০) ও একই গ্রামের সুজন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২০)।

ধর্ষিতার স্বজনরা জানান, ৭ম শ্রেণীর ঐ ছাত্রী প্রাকৃতির ডাকে সাড়াদিয়ে বাইরে বের হলে অভিযুক্তরা তাকে ধরে বাড়ীর পাশে কলা বাগানে নিয়ে উপুর্যপুরি ধর্ষন করে। এ সময় মেয়েটির ডাক চিৎকার প্রতিবেশিরা এসে ধর্ষক সাহাবুল ইসলাম শান্তি ও রাকিবুল হাসানকে আটক করে। এ সময় অপর ১জন পালিয়ে যান।

এব্যাপারে মহেশপুর থানায় ওসি মোর্শেদ হোসেন খান জানান, ধর্ষণের খবর পেয়ে রাত্রেই ২ আসামীকে আটক করা হয়েছে। তবে অপর এক আসামী পলাতক রয়েছেন। নির্যাতিতা স্কুল ছাত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে একই সাথে তার ডাক্তারী পরীক্ষার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।