মহেশপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৭ ২০২০, ১৬:৫১

মহেশপুর প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ। সরকারী কর্মসূচি অনুযায়ী ১৭ই মার্চ ঘড়ির কাটা ১২ টা পেরলে উপজেলা পরিষদ চত্বরে ১০০ মোমবাতি প্রজ্জ্বলন করে জন্মশতবার্ষিকীর শূভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এরপর কেকে কাটা হয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। এদিকে মহেশপুর আওয়ামীলীগের পক্ষ থেকে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর দলীয় কার্যীলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিকালে কোনআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

এসময় আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ।

অন্যন্যদের মধ্যে ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশাবুল আল আরাফ শিমুল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন।