মহেশখালীর নৌপথে নিখোঁজ তোফাইলের মরদেহ উদ্ধার 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২২ ২০২০, ১৮:২৪

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: মহেশখালী টু কক্সবাজার নৌপথে দুর্ঘটনায় নিখোঁজ কলেজ ছাত্র আশরাফুল মুহাম্মদ তোফাইল (২৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সোনাদিয়া দ্বীপের মগচর নামক স্থান থেকে স্থানীয়দের দেয়া খবরে মহেশখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। তোফাইল মহেশখালীর সিপাহী পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, সোনাদিয়া দ্বীপের মগচর নামক স্থান একটি মরদেহ ভেসে এসেছে বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। এরপর পুলিশ এবং নিখোঁজ তোফাইলের স্বজনরা গিয়ে উদ্ধার করে মরদেহটি তোফাইলের বলে সনাক্ত করা হয়েছে ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে মহেশখালী থেকে নৌপথে কক্সবাজার আসার সময় স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজ হন তোফায়েল।