মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৬ ২০২০, ১৮:৩৭
কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সামশুল আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ।
পুলিশ জানায়, মহেশখালী থানার নবাগত ওসি মোঃ আব্দুল হাইয়ের নির্দেশে, কালারমারছড়া পুলিশ ক্যাম্পের এ এস আই টু আইসি মোঃ আব্দু রবের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাত ৩টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামের মৃত সাহাব মিয়ার পুত্র সামশুল আলম (৪০) কে নোনাছড়ি নিজ বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে বন আইনে ৩৭৯/৯৮ মামলায় ০৭ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০০টাকা জরিমানার আদেশ আছে বলে জানা যায়।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।