মহেশখালীতে বাংলা মদসহ মা-ছেলে আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৯ ২০২০, ১৫:৪০

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সর্দার পাড়া গ্রাম থেকে ৬০ লিটার বাংলামদ সহ মা-ছেলেকে আটক করেছে মাতারবাড়ী ক্যাম্পের পুলিশ। আটককৃতরা হলেন সর্দার পাড়ার হাবীবুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) এবং তার ছেলে ইস্তাফিজুর রহমান (৩৫)।

আজ ২৯ জুলাই বুধবার সকাল ৭টায় মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌসের নির্দেশে মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই শাহজাহান এর নেতৃত্বে মাতারবাড়ী সর্দার পাড়ার হাবীবুর রহমানের বসত বাড়ীত অভিযান চালায়। এ সময় বসত বাড়ীতে মজুদকৃত ২টি ট্যাংকি ভর্তি (৬০) ষাট লিটার দেশীয় তৈরি বাংলা মদ সহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন।