মহিলার গোয়াল ঘরে মিলল ২১৭ বোতল ফেন্সিডিল
একুশে জার্নাল
আগস্ট ২৬ ২০২০, ২০:৪৯
রেজওয়ান উল্লাহ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: ২১৭ বোতল ফেন্সিডিলসহ এক মহিলাকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।মহিলার নাম রেবেকা খাতুন(৪৪)। তিনি কলারোয়ার চন্দনপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
মঙ্গলবার(২৫ আগস্ট) রাতে ওই মহিলার বাড়ী ওই ফেন্সিডিল জব্দ করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস বলেন, রেবেকা খাতুনের বাড়ির গোয়াল ঘর থেকে ২১৭ বোতল ফেন্সিডিল জব্দসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।