মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লুটন খেলাফত মজলিস’র আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
মার্চ ২৭ ২০১৯, ০৪:২২

একুশে জার্নাল লুটন: আজ ২৬ শে মার্চ রোজ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ উবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র ক্বোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী আহমদ হুসাইন।
উক্ত সভায় বক্তারা বলেন, অপরিসীম ত্যাগ আর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোন হুমকি মোকাবেলায় জনগণকে প্রস্তত থাকতে হবে। স্বাধীনতার স্বপ্ন পূরণে জনগণের জান-মালের নিরাপত্তাসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের সরকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
উক্ত সভায় বক্তব্য রাখেন শাখা সভাপতি মাসরুর আহমদ বুরহান, সহ-সভাপতি মোঃ বিলাল আহমদ, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ, সহ-সেক্রেটারী মাওলানা নোমান আহমদ, একুশে জার্নালের সম্পাদক কে,আই,ফেরদাউস, বায়তুলমাল সম্পাদক জাহেদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ প্রমুখ।
পরিশেষে বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন যারা স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণ করেছেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও জীবিত মুক্তি যুদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।