মহানবী সা.-কে নিয়ে কটূক্তি; ৫ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকার জরিমানা
একুশে জার্নাল ডটকম
জুলাই ০১ ২০২২, ১৪:২৭
মুস্তাকিম আল মুনতাজ: মৌলভীবাজারের কমলগঞ্জে মহানবীকে (সা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাইবার আইনে দায়েরকৃত মামলার সততা প্রমাণিত হওয়ায় কমলগঞ্জ উপজেলাধীন ছয়কুট গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আশিষ বিজয় দেবকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে সাইবার ট্রাইব্যুনালের বিশেষ আদালত।
বৃহস্পতিবার (৩০জুন) বিকেলে সিলেটের (তথ্য প্রযুক্তি ICT) বিশেষ সাইবার ট্রাইব্যুনালের বিচারক জনাব আবুল কাশেম এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক জাভেদ জানান, ২০১৮সালের ০৪ এপ্রিল আশিষ বিজয় দেব তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর স্ট্যাটাস দেন। পরে বিষয়টি কমলগঞ্জের তৌহিদী মুসলিম জনতার নজরে আসলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সর্বমহলে আওয়াজ ওঠে এবং তৌহিদী মুসলিম জনতার পক্ষে মোঃ সায়েক আলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় সাইবার আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। উক্ত দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করা হয়।
দীর্ঘ শুনানির পর আসামি আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বিপ্লব কান্তি দেব মাধব।