মহানবী সা.-কে অবমাননা; ভারতীয় সব শ্রমিককে বরখাস্ত করে দেশে পাঠিয়ে দেয়ার ঘোষণা
একুশে জার্নাল ডটকম
জুন ০৬ ২০২২, ২২:০৮

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিজের কোম্পানি থেকে ভারতীয় সকল শ্রমিককে বরখাস্ত করে দেশে পাঠিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের ব্যবসায়ী শেখ আলী আল-জামাল।
রবিবার (৫ জুন) নিজের টুইটার একাউন্টে এ তথ্য জানান শেখ আলী আল-জামাল।
টুইট বার্তায় আলী আল-জামাল লিখেন ‘আমি আমার সব অমুসলিম ভারতীয় (হি-ন্দু ) শ্রমিকদের বরখাস্ত করেছি এবং তাদের সমস্ত বকেয়া-অধিকার রিটার্ন টিকিটের সঙ্গে তাদের কাছে হস্তান্তর করেছি। আর আমি অনতিবিলম্বে ভারতে তৈরি সব পণ্যের লেনদেন ও ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেব। কারণ, এটি সবচেয়ে দুর্বল আবেগ; আমার বিশ্বাস ও ভালোবাসা কেবলমাত্র আমার নবীর প্রতি…!’
উল্লেখ্য, গত সপ্তাহে ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নুপুর শর্মা। একই বিষয় নিয়ে আবার টুইটারে পোস্ট দেন নবীন কুমার। এ নিয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় বিক্ষোভ-প্রতিবাদ। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে সংঘর্ষের ঘটনাও।
كنسلت اقامات جميع العمال الهنود الغير مسلمين وسلمتهم جميع مستحقاتهم مع تذاكر سفر العودة بلا رجعه وسأوقف جميع التعاملات وشراء السلع المصنوعه بالهند وهذا اضعف الايمان #إلا_رسول_الله_يا_مودي
— علي حسان الجمل🇾🇪 (@alialjamal1978) June 5, 2022