মহানবী সা.-এর কটুক্তির প্রতিবাদে ওসমানীনগরের গোয়ালাবাজারে বিক্ষোভ মিছিল
একুশে জার্নাল ডটকম
জুন ১৬ ২০২২, ১২:১৪
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ওসমানীনগর উপজেলার সর্বস্তরের আলেম – উলামা ও তাওহিদী জনতার উদ্যোগে (১৫ জুন) বুধবার বাদ আসর ওসমানীনগরের প্রানকেন্দ্র গোয়ালা বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাজার প্রদক্ষিন করে দক্ষিণ বাজারে এক সংক্ষিপ্ত পথসভা উমরপুর বাজার টাইটেল মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মাহমুদুল হাসান সেলিম সাহেব এর সভাপতিত্বে এবং মাওলানা হাফিজ আব্দুস সালাম ও মাওলানা লুৎফুর রহমান জুনাইদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ হাফিজ সাইদুর রহমান,মাওলানা শুয়াইব আহমদ,মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী,মোবারকপুর মাদরাসার মুহতামিম মাওলানা মঈন উদ্দিন, গলমুকাপন মাদরাসার শিক্ষক মুফতি আমিনুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম,নাজিমে তালিমাত ও আসাতিজায়ে কেরাম।