মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে ঈদগাঁওতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৩ ২০২০, ১৮:৪৫

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার, কক্সবাজার: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় বিশ্বনবী হয়রত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতি বাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।

৩রা নভেম্বর জুহুর নামাজ পর ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন স্থান হতে বৃহত্তর ঈদগাঁও ওলামা মাশায়েল ও রাসুল (সা:) প্রেমী তৌহিদী জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল করা হয়। এটি বাজারের বিভিন্ন অলি গলি প্রদক্ষিন শেষে স্টেশস্থ আনু মিয়া সিকদার ফিলিং স্টেশন চত্তরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হয়রত মাওলানা ইমাম জাফর আলম, হাফেজ রমজান আলী, হাফেজ মুবিনুল হক,এহেচানুল হক, তরুন আইনজীবী রিদোয়ান, ইসলামী সংগীত পরিবেশ করেছেন আবদু বক্কর, আবদু সালাম রিয়াজী,হাফেজ কামাল উদ্দিন।

মিছিলে ইসলামিয়া আলেয়া আশরাফুল উলুম মাছুয়াখালী মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী এবং সর্বশ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজনসহ ওলামায়ে কেরামগন অংশ নেন।