মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজার আঞ্জুমানে তালামীযের বিক্ষোভ
একুশে জার্নাল
অক্টোবর ২৯ ২০২০, ০৮:৩২
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর।
বুধবার (২৮ অক্টোবর) বাদ আছর মৌলভীবাজার শহরের চৌমুহনা দেওয়ানি মসজিদের সামন থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো সেই একই জায়গায় সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সভাপতি মাওঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এবং মাও: শামসুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, জেলা তালামীযের আহবায়ক আব্দুল জলিল, সদস্য সচিব মাওলানা মোঃ শামসুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাসুল (স.) আমাদের প্রাণের স্পন্দন। নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে আমাদের অন্তর ক্ষতবিক্ষত হয়েছে। আমরা নবীজি (স.) কে জীবনের, পরিবার-পরিজন, ধন-সম্পদ সবকিছুর চেয়েও ভালোবাসি।
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে নবীজিকে অপমাণে বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। অবিলম্বে ব্যাঙ্গচিত্রটি মুছে ফেলে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে।